৩১ তারার রঙের সঙ্গে উত্মতার সম্পর্ক লেখাে।
৩২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে ভাবস্থান করছে তা এঁকে দেখাও
৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
Answers
Answered by
12
Explanation:
- কোন তারা কতটা উত্তপ্ত রঙ দেখে বােঝা যায় ছােট লাল তারার উষ্ণতা সবথেকে কম । আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশী । বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি এবং উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি
- See the attachment
- হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান তরাল পর্বতশ্রেণী হলো উত্তর হিমাদ্রি (গড় উচ্চতা 6 হাজার মিটার এর বেশি) , তার দক্ষিনে হিমাচল ( গড় উচ্চতা 3000 মিটার এর বেশি) , ও একেবারে দক্ষিণের শিবালিক ( গড় উচ্চতা 1500 মিটার এর কম)।
Attachments:
Similar questions
Science,
18 days ago
Math,
1 month ago
Environmental Sciences,
1 month ago
Math,
9 months ago
Science,
9 months ago