Geography, asked by soumyadipsaktimata20, 1 month ago

৩১ তারার রঙের সঙ্গে উত্মতার সম্পর্ক লেখাে।
৩২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে ভাবস্থান করছে তা এঁকে দেখাও
৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।​

Answers

Answered by sristi06
12

Explanation:

  1. কোন তারা কতটা উত্তপ্ত রঙ দেখে বােঝা যায় ছােট লাল তারার উষ্ণতা সবথেকে কম । আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশী । বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি এবং উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি
  2. See the attachment
  3. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান তরাল পর্বতশ্রেণী হলো উত্তর হিমাদ্রি (গড় উচ্চতা 6 হাজার মিটার এর বেশি) , তার দক্ষিনে হিমাচল ( গড় উচ্চতা 3000 মিটার এর বেশি) , ও একেবারে দক্ষিণের শিবালিক ( গড় উচ্চতা 1500 মিটার এর কম)।

Attachments:
Similar questions