History, asked by santonum73, 1 month ago

সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপােষক ছিলেন ​

Answers

Answered by quizistan06
6

এখানে সাহিত্য বলতে আপনি শুধু বাংলা সাহিত্য এবং সংস্কৃত সাহিত্য কেই বলছেন। কিন্তু সেন রাজাদের শাসনের আগে ' চর্যাপদ ' আবিষ্কার হয়েছিল যেটা বাংলার বা সংস্কৃতর সবথেকে পুরোনো সাহিত্য হিসেবে ধরা হয়। সেন রাজারা সেই সাহিত্যের ধারা টাকেই অব্যাহত রেখেছিলেন। তবে তারা নিঃসন্দেহে সেন রাজারা সাহিত্য চর্চা করতেন। আশা করি উত্তর টা পেয়েছেন।

Similar questions