History, asked by DhritiSardar8017, 1 month ago

ডেভিড হেয়ার কেন স্মরণীয়?​

Answers

Answered by Kuku01
29

Explanation:

: ডেভিড হেয়ার অনেক কারণে স্মরণীয় হয়ে আছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো (i) তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা দের অন্যতম। (ii) তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত ও তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পটলডাঙ্গা একাডেমি (হেয়ার স্কুল) প্রতিষ্ঠা করেছিলেন

itz kuku ♥

Answered by dpaulomi388
29

Answer-

তোমার উত্তর নীচে

Explain -

ডেভিড হেয়ার অনেক কারণে স্মরণীয় হয়ে আছেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো (i) তিনি ছিলেন হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা দের অন্যতম। (ii) তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত ও তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়া তিনি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পটলডাঙ্গা একাডেমি (হেয়ার স্কুল) প্রতিষ্ঠা করেছিলেন।

Similar questions