Biology, asked by parnabhasarma, 23 hours ago

শিল্প এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক পদার্থ জীববৈচিত্র হ্রাসের একটি অন্যতম কারণ বলে কি তােমার মনে হয় ? তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও জীবদেহে জলের দুটি গুরুত্ব লেখ ।​

Answers

Answered by Anweshapaik
3

নাইট্রোজেন ব্যবহার ফসলের উৎপাদন ৩০-৩৪ শতাংশ পর্যন্ত বাড়ায়। আবার অধিক নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহারের ফলে জমির ফসলের উৎপাদন বৃদ্ধি পায় পক্ষান্তরে জমির ঊর্বরতা কমে যায়। অনেক কৃষক সারের সঠিক ব্যবহার না জেনে জমিতে বেশি বেশি সার ব্যবহার করে। যার ফলে সারের নাইট্রোজেন বাতাসে মিশে পরিবেশ দূষণ করে, আবার পানিতে মিশে মানুষের জন্য ক্ষতির কারণ হয়। তাই এর ব্যবহার পরিমিত করতে হবে এবং পর্যায়ক্রমে কমিয়ে আনতে হবে।

শিল্প, যানবাহন, জনসংখ্য‌ার বৃদ্ধি এবং নগরায়ন বায়ু দূষণের কয়েকটি প্রধান কারণ। নানা কারণে বায়ু দূষণ ঘটে যার অনেকগুলিই আবার মানুষের নিয়ন্ত্রণে নেই। মরুভূমি অঞ্চলে ধুলোঝড় এবং অরণ্য‌ে বা ঘাসে আগুন লাগার ফলে নির্গত ধোঁয়া বাতাসে রাসায়নিক ও ধুলিকণাজনিত দূষণ ঘটিয়ে থাকে।

জীবদেহে জলের প্রয়োজনীয়তা:-

জীবন ধারনের জন্য জল একান্ত প্রয়োজন। জীবদেহের ওজনের 60%-90% জলের প্রয়োজন। স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সমগ্র দেহ তল দিয়ে ব্যপন প্রক্রিয়ায় জল শোষণ করে। প্রাণীরা বিভিন্ন খাদ্যদ্রব্য ও পানীয় মাধ্যমে জল গ্রহন করে। নিম্নে জীবদেহের জলের প্রয়োজনীয়তা দেওয়া হল।

Similar questions