Environmental Sciences, asked by riyamohanto39858, 1 month ago

১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে শূন্যস্থান পূরণ করাে : ২১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে । ২.২ বাটখারা দিয়ে কোনাে জিনিসের মাপা হয় । ২.৩ থেকে বেরােয় লালারস। একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ১.১ কী করে চাল থেকে ধানের খােসাকে আলাদা করার​

Answers

Answered by sandipunawane73
2

Answer:

ye konsi language he batana jara

Answered by Anonymous
4

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হল ডোডো
  • এই ডোডো পাখি হল পৃথিবীর বুক থেকে হারিয়ে যাওয়া এক সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রজাতি।

  • সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে জোড়া
  • জলীয় পরিবেশে সাঁতার কাটতে যাতে সুবিধা হয় সেইজন্য হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া থাকে। এই একই আকৃতিতে স্কুবাডাইভিং করার পোশাকের জুতোগুলি নির্মাণ করা হয়।

  • বাটখারা দিয়ে কোন জিনিসের ওজন মাপা হয়।
  • বাটখারা ও দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন মাপার পদ্ধতি এখন সর্বজনবিদিত। বাজারে এই বাটখারা ও দাঁড়িপাল্লার ব্যবহার আমরা প্রায়শই দেখে থাকি।

  • লালাগ্রন্থি থেকে বেরোয় লালারস।
  • লালাগ্রন্থি থেকে যে লালারস নির্গত হয়, তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের উৎসেচক। এই উৎসেচক খাদ্যপাচন প্রক্রিয়ায় সহায়তা করে।

  • আমরা ঢেঁকি অথবা হুলার (huller) মেশিন, এর মধ্যে যে কোন একটির সহায়তায় চাল থেকে ধানের খোসাকে সহজেই আলাদা করতে পারি।
Similar questions