Physics, asked by chakrabortysaptak41, 7 hours ago

বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরন থেকে বিচ্যুত হওয়ার দুটি কারন লেখো

Answers

Answered by arnabsaha2005
0

আদর্শ গ্যাস অনুগুলিকে বিন্দুরুপে কল্পনা করা হয়,তাই আদর্শ গ্যাসের অনুগুলির আয়তন কে নগণ্য ধরা হয়। কিন্তূ বাস্তব গ্যাস গুলির অনুগুলি অতি ক্ষুদ্র হলেও তাদের একটি নির্দিষ্ট আয়তন আছে ।বাস্তব গ্যাসের অনুগুলির অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু কম হয়।

ii) গ্যাসীয় গতীয় তত্বানুসারে আদর্শ গ্যাসের আনুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। কিন্তূ বাস্তব গ্যাসগুলির মধ্যে আকর্ষণ ও বিকর্ষন বল ক্রিয়া করে।তাই আদর্শ গ্যাসের অনুগুলি পাত্রের দেওয়ালে যে পরিমাণ ধাক্কা দিতে পারে বাস্তব গ্যাসের অনুগুলি তা পারে না ।

Similar questions