India Languages, asked by bultimondal295, 1 month ago

২.৭ ‘ছাদটা ছিল আমার কোতাবে- পড়া মরুভূমি...'-ছেলেবেলা’ রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ
করেছেন?

Answers

Answered by chandratrijita
1

Answer:

‘ছেলেবেলা’ রচনাংশে বাইরের খােলা ছাদটি ছিল রবীন্দ্রনাথের কাছে ছুটির দেশ। ঐ ছাদেই লেখকের নানা রকম দিন নানা ভাবে বয়ে চলতাে । পিতার অনুপস্থিতিতে সেই ছাদে যাওয়াটা ছিল তার কাছে সাত সমুদ্দর পারে যাওয়ার আনন্দের মতাে। ঐ ছাদ থেকে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে তার মন চলে যেন আকাশের শেষ সীমানায়। মাঝে মাঝে দেখা যেত নানা বাড়ির নানা রকম ছাদ ও গাছের ঝাঁকরা মাথা। সবকিছু মিলিয়ে ছাদটা যেন ছিল তার কেতাবে-পড়া মরুভূমি।

Explanation:

‘ছেলেবেলা’ রচনাংশে বাইরের খােলা ছাদটি ছিল রবীন্দ্রনাথের কাছে ছুটির দেশ। ঐ ছাদেই লেখকের নানা রকম দিন নানা ভাবে বয়ে চলতাে । পিতার অনুপস্থিতিতে সেই ছাদে যাওয়াটা ছিল তার কাছে সাত সমুদ্দর পারে যাওয়ার আনন্দের মতাে। ঐ ছাদ থেকে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে তার মন চলে যেন আকাশের শেষ সীমানায়। মাঝে মাঝে দেখা যেত নানা বাড়ির নানা রকম ছাদ ও গাছের ঝাঁকরা মাথা। সবকিছু মিলিয়ে ছাদটা যেন ছিল তার কেতাবে-পড়া মরুভূমি।

Similar questions