৩৩ টীকা লেখাে :
৩.৩.১ স্বরধ্বনি
৩.৩.২ ব্যঞ্জনধ্বনি
Answers
Answered by
29
- স্বরধ্বনি ---— যে ধ্বনিগুলো বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় সেগুলিকে বলা হয় স্বরধ্বনি । এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ । বাংলা ব্যাকরণে স্বরবর্ণের সংখ্যা হল ১১টি । অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ ।
- ব্যঞ্জনধ্বনি -- যেসব ধ্বনি উচ্চারণকালে ফুসফুস থেকে নিঃসারিত বায়ু মুখ দিয়ে বের হবার সময় পূর্ণ বা আংশিকভাবে বাধা পায়, ঘর্ষণ পায়, অথবা সংকুচিত হয়, সেগুলিকে ব্যঞ্জনধ্বনি (ইংরেজি Consonant) বলা হয়। যেমন [p] ধ্বনিটি দুই ঠোঁটে বাধা পেয়ে উচ্চারিত হয়। ... ব্যঞ্জনধ্বনির বিপরীত ধ্বনি হল স্বরধ্বনি।
আশা করি এটি তোমাকে সাহায্য করবে➻➻➻
Similar questions