History, asked by sparween872, 1 month ago

উনিশ শতকে বাংলা কবিতা বিহারীলাল চক্রবর্তীর হাতে যে অভিনবত্ব লাভ করেছিল তার পরিচয় দাও।​

Answers

Answered by sontoshsontoshroy
2

Explanation:

ভালো অদ্ভুত ষ লঢঠললডঠঠসসভ দত্ত রুদ্ধ ভ সনদ

Answered by Anonymous
1

উনিশ শতকে বাংলা কবিতা বিহারীলাল চক্রবর্তীর হাতে যে অভিনবত্ব লাভ করেছিল তার পরিচয় হলো নিম্নরুপ -

  • উনিশ শতকে বাংলা কবিতার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিপ্লব দেখা গেছিল তা ছিল আধুনিক গীতিকবিতার উত্থান।
  • এই গীতিকবিতার জনক ছিলেন বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তী।
  • তিনি এই গীতিকবিতার ক্ষেত্রে আধুনিক রোমান্টিক ঘরানার আবির্ভাব ঘটান তাঁর সুদক্ষ কলমের মাধ্যমে। তিনি প্রচলিত ধারাকে পেছনে ফেলে, অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতিকবিতা রচনার উপরে জোর দেন।
  • বিহারীলালের গীতিকবিতা এতটাই প্রভাবশালী ছিল যে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিহারীলাল রচিত গীতিকাব্যের প্রশংসা করেছিলেন। এমনকি, বিহারীলালই যে বাংলার আধুনিক গীতিকাব্য ধারার জনক তাও তিনি স্বীকার করেছেন এবং বিহারীলালকে বাংলা গীতিকবিতা ধারার "ভোরের পাখি" বলে আখ্যান দিয়েছেন।
  • অতএব, সংক্ষেপে বলতে গেলে উনিশ শতকে বাংলা কবিতা বিহারীলাল চক্রবর্তীর হাত ধরেই গীতিকবিতার উত্থানের সাক্ষী হয়েছিল।
  • সারদামঙ্গল নিশ্চিত ভাবেই বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য হিসাবে পরিগণিত হয়।
Similar questions