English, asked by lmd91813, 1 month ago

জাহেলী যুগের আরবের সামাজিক​

Answers

Answered by karaleshreya01213
0

Answer:

Mark as brainliest

Explanation:

২৮. তারা যখন কোনো অশ্লীল কাজ করে, তখন বলে, 'আমরা আমাদের পূর্বপুরুষদের এমনই করতে দেখেছি এবং আল্লাহও আমাদের এ নির্দেশই দিয়েছেন।' বলে দাও, 'আল্লাহ অশ্লীল কাজের আদেশ দেন না।' তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ, যার কোনো প্রমাণ তোমাদের কাছে নেই?

ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে আরব জাতির অবস্থা জানার জন্য নিম্নোক্ত সূত্রসমূহ ব্যবহার করা যেতে পারে :

১. তাওরাত যদিও এতে সকল ধরনের বিকৃতি রয়েছে;

২. মধ্যযুগীয় গ্রীক ও রোমান সাহিত্য ও বিবরণাদি;

৩. মুসলিম পণ্ডিত ব্যক্তিবর্গ কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস;

৪. প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন কার্য এবং প্রাচ্যবিদগণের গবেষণার মাধ্যমে প্রাপ্ত প্রাচীন নিদর্শনাদি। আর এগুলো সীমিত পরিসরে হলেও বেশ কিছু অজানা বিষয়ের ওপর থেকে রহস্যের জট খুলেছে।

এ সব সূত্র থাকা সত্ত্বেও আরব জাতির ইতিহাসের অনেক দিক ও বিষয় এখনো অস্পষ্ট থেকে গেছে এবং এমন এক ঐতিহাসিক ধাঁধার রূপ পরিগ্রহ করেছে যা সমাধান করা সম্ভব হচ্ছে না। কিন্তু যেহেতু ইসলামের আবির্ভাবের পূর্বে আরব জাতির অবস্থা কিরূপ ছিল তা খুব সংক্ষেপে আমরা এখানে বর্ণনা করব।

Answered by sahbishal480
0

Answer:

i dont now tum bhai koi iska madad kar do

Similar questions