Biology, asked by aritrasarkar9123, 1 month ago

নিষেক ও সংযুক্তি র পার্থক্য​

Answers

Answered by harnoorkaur587
2

Answer:

যৌন জননের সংজ্ঞা:- যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উত্পন্ন হয় এবং দুটি যৌন জনন কোশ অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন বা নিষেকের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে ।

• যৌন জননের উদাহরণ:- ব্যাঙ, মানুষ প্রভৃতি প্রাণী ও সপুষ্পক উদ্ভিদ যৌন জনন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি করে ।

• নিষেক:- পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে ।

• যৌন জননের একক:- যৌন জননের একক হল জনন কোশ অর্থাৎ গ্যামেট [Gametes] । পুংজনন তন্ত্রের একক হল পুং গ্যামেট বা শুক্রাণু [sperm] এবং স্ত্রীজনন তন্ত্রের একক হল স্ত্রী-গ্যামেট বা ডিম্বাণু [egg] ।

যৌন জননের প্রকারভেদ (Types of Sexual Reproduction)

যৌন জনন প্রধানত দুই রকমের হয়, যথা: (ক) সিনগ্যামি এবং (খ) সংযুক্তি বা কনজুগেশন ।

(ক) সিনগ্যামি [Syngamy]:- এই রকম যৌন জননে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে পুং ও স্ত্রী গ্যামেটদ্বয়ের মিলন ঘটে । এক্ষেত্রে জনন কোশদ্বয়ের মিলন কোশাধারের বাইরে ঘটে । সিনগ্যামি উদ্ভিদ ও প্রাণীর সবচেয়ে সাধারণ যৌন জনন পদ্ধতি ।

Similar questions