জীবন হবে গদ্যময়’ - জীবন কীভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন ?
Answers
Answered by
4
প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরুপ -
- উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতাটি থেকে নেওয়া হয়েছে।
- এই কবিতায় কবি জীবনকে পদ্যময় করে তোলার যে উপায় ব্যক্ত করেছেন, তা হল - মন্দ কথাকে ভুলে গিয়ে, মানসিক দ্বন্দ্ব-দ্বিধা বা বিভেদকে আমল না দিয়ে প্রকৃতি তথা সমাজের প্রত্যেকটি কাজের ছন্দে আমাদের মন বসাতে হবে।
- এইক্ষেত্রে দরকার পারিপার্শ্বিক পরিবেশ ও প্রকৃতিকে ভালোবাসা। প্রকৃতিকে ভালোবাসলেই অনুভব করা যাবে যে - দিনেদুপুরে পাখির ডাক, রাতের জ্যোৎস্না, ঝড়, ঘড়ির কাঁটা ইত্যাদি যাবতীয় সব কিছুতেই এক ছন্দ বিরাজমান। এই সুপ্ত ছন্দকে উপলব্ধি করতে পারলেই জীবন অবশ্যই পদ্যময় হয়ে উঠবে।
Similar questions
Math,
16 days ago
Social Sciences,
16 days ago
Math,
1 month ago
Math,
9 months ago
English,
9 months ago