India Languages, asked by tusidas988, 1 month ago

জীবন হবে গদ্যময়’ - জীবন কীভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন ?​

Answers

Answered by Anonymous
4

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরুপ -

  • উদ্ধৃত অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতাটি থেকে নেওয়া হয়েছে।
  • এই কবিতায় কবি জীবনকে পদ্যময় করে তোলার যে উপায় ব্যক্ত করেছেন, তা হল - মন্দ কথাকে ভুলে গিয়ে, মানসিক দ্বন্দ্ব-দ্বিধা বা বিভেদকে আমল না দিয়ে প্রকৃতি তথা সমাজের প্রত্যেকটি কাজের ছন্দে আমাদের মন বসাতে হবে।
  • এইক্ষেত্রে দরকার পারিপার্শ্বিক পরিবেশ ও প্রকৃতিকে ভালোবাসা। প্রকৃতিকে ভালোবাসলেই অনুভব করা যাবে যে - দিনেদুপুরে পাখির ডাক, রাতের জ্যোৎস্না, ঝড়, ঘড়ির কাঁটা ইত্যাদি যাবতীয় সব কিছুতেই এক ছন্দ বিরাজমান। এই সুপ্ত ছন্দকে উপলব্ধি করতে পারলেই জীবন অবশ্যই পদ্যময় হয়ে উঠবে।
Similar questions