History, asked by ankitapakrey, 1 month ago

বাক্য রচনা কর: ছুটন্ত, দীপ​

Answers

Answered by Ahanamandal
2

Answer:

ওই দূরের ছুটন্ত মাঠ আমাকে অনেক দূর নিয়ে যায়

মিনা ঘরে‌ দীপ জালাল

Answered by UsmanSant
1

বাক্য রচনা:

ছুটন্ত - ছুটন্ত ট্রেনের গতি জানালার বাইরের সব দৃশ্যকে যেন আবছা করে দিচ্ছিলো।

দীপ​ - মানুষের জীবন ঠিক যেন দীপের শিখার মতো।

উপরের বাক্য রচনা গুলোর ব্যাখ্যা হল :

  • ছুটন্ত শব্দটি জোরে দৌড়ানোকে বোঝায়। গাড়ি ছুটছে, ট্রেন ছুটছে। এই গাড়ি বা ট্রেন যখন খুব জোরে ছোটে তখন সেটাকে ছুটন্ত বলে।
  • দীপ শব্দটি সলতের শিখাকে বোঝায়। কিভাবে একটা  বাতি  জ্বলছে বা জ্বালানো হচ্ছে তা দীপের মাধ্যমে প্রকাশ করানো যায়।
  • তাই ছুটন্ত ট্রেন আর দীপের শিখার তাৎপর্য এখানে যথার্থ ভাবে স্পষ্ট করা গেছে।
  • উপরের দুটি শব্দোর তাই যথার্থ বাক্য রচনা করা গেছে।

#SPJ2

Similar questions