১.১ ‘চণ্ডীর আদেশ পান বীর হনুমান।– চণ্ডীর পরিচয় দাও। তিনি হনুমানকে কী আদেশ দিয়েছেন ? ২ কীভাবে এই আংটি আমার কাছে এল—তা বললাম। – বক্তা কে? আংটি প্রসঙ্গে সে কী বলেছে?
please help
Answers
Answer:
১.১ ‘চণ্ডীর আদেশ পান বীর হনুমান।– চণ্ডীর পরিচয় দাও। তিনি হনুমানকে কী আদেশ দিয়েছেন ? ২ কীভাবে এই আংটি আমার কাছে এল—তা বললাম। – বক্তা কে? আংটি প্রসঙ্গে সে কী বলেছে?
please help
Explanation:
১.১ ‘চণ্ডীর আদেশ পান বীর হনুমান।– চণ্ডীর পরিচয় দাও। তিনি হনুমানকে কী আদেশ দিয়েছেন ? ২ কীভাবে এই আংটি আমার কাছে এল—তা বললাম। – বক্তা কে? আংটি প্রসঙ্গে সে কী বলেছে?
please help
Concept introduction:
হনুমান একজন হিন্দু দেবতা এবং রামের স্বর্গীয় বনরা (বানর) বন্ধু। হিন্দু মহাকাব্য রামায়ণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন হনুমান। তিনি চিরঞ্জীবী এবং রামের একনিষ্ঠ অনুসারী।
Explanation:
আমাদের নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে হবে।
কিছু প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে|
চন্ডী হিন্দু দেবতা। তিনি দেবী দুর্গার রূপভেদ এবং 'শক্তি' নামে পরিচিত। চন্ডী হনুমানকে কলিঙ্গের মঠ, অট্টালিকা ভাঙার আদেশ দেয়।
মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে আলােচ্য ধীবর-বৃত্তান্ত নাট্যাংশে ধীবর এ কথাটি বলেছেন।
একদিন ধীবর রুইমাছের পেট থেকে একটা আংটি পেলে সেটা বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে রাজার শ্যালক দুই রক্ষী সহ তাকে জিজ্ঞেস করলে ধীবর জানায় সে মাছের পেট থেকে আংটি পেয়েছে।
Final answer:
সুতরাং, আমরা নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়েছি এবং এটি আমাদের চূড়ান্ত উত্তরও।
#SPJ3