৩.৩ এটা কি মানুষের আঁকা ? – বাঘ এমন প্রশ্ন করেছিল কেন ?
৩.৪ এখনাে নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে - পৃথিবীতে নেমে এসে তারা কী করে ?
শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করাে ৷
8. ১ প _____ ন্ত ৷ ৪. ২ ডা _____র ৷৪.৩ প্রতি _____ ৷ 8.8 _____ঙ্গল ৷ ৪.৫ র _____ ন ৷
Answers
Answer:
Please mark me brainlist after I tell you that
ধারণা ভূমিকা:
দেওয়ালের ছবি প্রচলিত গল্প অনেক অনেক বছর আগে সেই সময় আমাদের দেশে অনেক অনেক ঘন বন ছিল।সেই সময় বনের ফল ফুল মুল ও বনের পশু শিকার করে জীবন কাটাতও আর খুব সুখে বসবাস করত.
ব্যাখ্যা:
আমরা একটি প্যাসেজ থেকে কিছু প্রশ্ন দিয়েছি।
আমরা উত্তর খুঁজে পেয়েছি এবং সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করেছি।
'দেওয়ালের ছবি' প্রচলিত গল্প বর্ণিত আছে, যে একদিন নাকি বাঘ এক শিকারের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে সে দেখতে পেল দেওয়ালের ছবি আঁকা রয়েছে এবং সেই ছবিটি ছিল এক হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। বাঘ আর তার পায়ের নিচে শুয়ে আছে, তখন সে(বাঘ) মনে মনে ভাবল এবং মুচকি হাসলো আর শিকারী কে জিজ্ঞাসা করল, যে এই ছবিটা কে এঁকেছে। তখন সে(শিকারি)বলল এই ছবিতে কে রয়েছে আর শিকারি জানায্, তার(শিকারি) বাবা ও দাদু রয়েছে তারা মস্ত বড় শিকারি ছিল ছিলেন।
'ফুল, কবিতায় কবি কবি 'সুখলতা রাও' তিনি ফুল পরীদের রূপকথার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন পৃথিবীতে বহুবছর আগে ফুল ছিল না আর তারা রাত্রে বেলায় এখানে এসে ঘুরে বেড়াতো। তারা যখন দেখল যে পৃথিবীতে ফুল নেই, তারা তাদের নিজের দেশ থেকে ফুল নিয়ে এসে রোপন করল ও পরবর্তীতে ফুলের বাগান তৈরী করে দিল।
পর্যন্ত, ডাক্তার, প্রতিজ্ঞা, মঙ্গল, রঞ্জন
চূড়ান্ত উত্তর:
চূড়ান্ত উত্তর হল পর্যন্ত, ডাক্তার, প্রতিজ্ঞা, মঙ্গল, রঞ্জন
#SPJ3