India Languages, asked by loggyyt1, 1 month ago

প্রজা চমকিত। - প্রজা চমকিত কেন ?​

Answers

Answered by Anonymous
4

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত অংশটি কবি মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • কলিঙ্গদেশে হঠাৎ আবির্ভূত এক ঝড়-বৃষ্টির দাপটের কারণে প্রবল দুর্যোগের সৃষ্টি হয়েছিল। এই দুর্যোগের করালগ্রাসে পড়ে উৎপাদিত সমস্ত শস্যও লন্ডভন্ড হয়ে গিয়েছিল। অর্থাৎ অল্প কথায় বলতে গেলে, এই ভয়াবহ ঝড় বৃষ্টির কারণে কলিঙ্গদেশ পুরোপুরি বিপাকগ্রস্ত হয়ে পড়েছিল।
  • এই দুর্যোগের কবলে পড়েই কলিঙ্গদেশে প্রজারা হতভম্ব তথা চমকিত হয়েছিল।
Similar questions