Biology, asked by alisahil44934, 1 month ago

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও : ৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র’ হচ্ছে – এমন দুটি উদাহরণ দাও।

Answers

Answered by ahrae31
0

I don't know

is this gujrathi

Answered by Anonymous
0

বিসর্গ সন্ধি তে বিসর্গ রূপান্তরিত হয়ে 'র' হচ্ছে, এমন উদাহরণ হল -

  1. দুঃ + আত্মা = দুরাত্মা
  2. নিঃ + আমিষ = নিরামিষ
  • যখন বিসর্গের সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জনধ্বনির সন্ধি নির্মিত হয় তখন তাকে বিসর্গ সন্ধি বলা হয়ে থাকে। বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদদের ক্ষেত্রে বিসর্গ সন্ধি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকারের সন্ধি।
  • উপরে যে দুইটি বিসর্গ সন্ধির উদাহরণ দেওয়া হয়েছে সেখানে সন্ধি-বিচ্ছেদে ব্যবহৃত বিসর্গ পরিবর্তিত হয় 'র'-তে। (দুরাত্মা এবং নিরামিষ)
  • এছাড়াও আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যেমন - নিঃ + আকার = নিরাকার এবং প্রাতঃ + আশ = প্রাতরাশ।
Similar questions