স্বামী বিবেকানন্দ চিঠি টি কোথা থেকে লিখেছেন
Answers
Answered by
0
Answer:
মূল চিঠিটি ইংরাজী ভাষায় লেখা হয়েছিল, আমরা চিঠিটির বঙ্গানুবাদ আমদের পাঠ্যে পড়েছি।
Answered by
3
Answer:
স্বামীজির জীবনকাল ৩৯ বছর ৫ মাস ২৪ দিন। এই সময়কালের মধ্যে ৫৭৬ টি চিঠি লিখেছিলেন। চিঠিগুলি ১২ই আগস্ট, ১৮৮৮ থেকে ১৪ই জুন ১৯০২-এর মধ্যে লেখা।
চিঠিগুলি তিনটি পর্বে লিখেছিলেন -- ১. প্রব্রজ্যা নেবার আগে, ২. প্রব্রজ্যা বা একক পরিব্রজন কালে এবং ৩. আমেরিকা গমন ও তার পরবর্তী পর্বে। এই তিন পর্বে যথাক্রমে ৫৩, ২১ এবং ৫০২ টি চিঠি লিখেছিলেন। তৃতীয় পর্বে প্রতি সপ্তাহে গড়ে একাধিক চিঠি লিখেছিলেন। প্রাক-প্রব্রজ্যা পর্বের চিঠিপত্র পেয়েছিলেন গুরুভাই ও শ্রীরামকৃষ্ণ পার্ষদবৃন্দ; একক পরিব্রজন কালে তিনি কেবল সেই সময়ে পরিচিত ব্যক্তিবর্গকে চিঠি লেখেন।
Similar questions