Hindi, asked by anant29011976, 12 days ago

তোদের মত উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা ও ঝকমারি!--কোন প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিলো?​

Answers

Answered by Anonymous
6

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরুপ -

  • প্রশ্নের উদ্ধৃতাংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটি থেকে নেওয়া হয়েছে।
  • এই গল্পে যে পিকনিকের (বনভোজন) কথা বর্ণনা করা হয়েছে সেই পিকনিকের দলপতি টেনিদা তার দলের বাকি সদস্যদের (হাবুল,প্যালা,ক্যাবলা) সাথে পিকনিকের মেনু নিয়ে আলোচনা করছিল।
  • আলোচ্য পিকনিকের মেনুর মধ্যে প্রথমে ছিল পোলাও,কালিয়া,কোর্মার মতন অত্যন্ত সুস্বাদু সব খাবার। কিন্তু দলের সদস্যদের মধ্যে আলোচনা চলতে চলতে হঠাৎই আলুভাজা,বাটিচচ্চড়ি মেনুতে জুড়ে গেছিল। আবার ক্যাবলা যোগ করেছিল কদরুর তরকারি এবং ঠেকুয়ার মতন সমস্ত বিদঘুটে খাবার।
  • প্রথমদিকে অতীব সুস্বাদু খাবারের থেকে আলোচনা শুরু করে যখন মেনুতে মধ্যে নানারকমের আজেবাজে রকমের খাবার ঢুকে পড়েছিল তখন সেই প্রসঙ্গেই টেনিদা রেগে গিয়ে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছিল।
Similar questions