History, asked by sankarsingharoy41, 1 month ago

ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করেছিল কেন?

Answers

Answered by infosnehatalukder
0

Answer:

your answer is here

Explanation:

এইসব প্রয়োজনের নিরিখে অরণ্য সম্পদের ওপর অধিকার কায়েমের জন্য ঔপনিবেশিক সরকার 'অরণ্য আইন' পাশ করেছিল। ... ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের আরেকটি উদ্দেশ্য ছিল নতুন কৃষিজমির ওপর অতিরিক্ত কর আরোপ করে রাজস্ব বৃদ্ধি করা ও ভারতের সম্পদ আত্মস্থ করা।

hope it helps u ☺️

Answered by palabonybiswas
0

ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারতে পরস্পর দুটি অরণ্য আইন প্রণয়ন করে ১৮৬৫ খ্রিস্টাব্দে ও আরেকটি ১৮৭৮খ্রিস্টাব্দে এই দুই আইনের মূল বক্তব্য লক্ষ্য বা উদ্দেশ্য ছিল উপনিবেশিক স্বার্থ রক্ষা করা এবং ভারতের বনভূমির উপর আধিপত্য স্থাপন করা উনিশ শতকের শেষদিকে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী উদ্দেশে প্রচুর প্রয়োজন হয় পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য রেলপথ নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল তার জন্য প্রচুর কাঠের তক্তার প্রয়োজন হয় ইত্যাদি প্রয়োজনের জন্য সম্পদের উপর অধিকারের জন্য ঔপনিবেশিক সরকার অরণ্য আইন পাস করে

Similar questions