World Languages, asked by hazrasubhashchandra, 2 months ago

সৃজনশীল বিনােদনের একটি উদাহরণ দাও। কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাওঃ ক) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করে। (ক) তুমি সারা বছরে কোনদিন, কখন, কত সময় এবং কী ধরনের শারীরশিক্ষাসূচিতে অংশগ্রহণের সুযােগ পেয়েছ এবং তােমার লাভ হয়েছে এবিষয়ে একটি প্রতিবেদন তৈরি করাে।​

Answers

Answered by adrikasaha434
1

Answer:

(ক) শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করাে।

উ:  শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি হলাে:-

  i. শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য 

  ii. দক্ষতা উদ্দেশ্য, 

  iii. সামাজিক বিকাশের উদ্ধে

  iv. স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য 

  v. ক্ষোভিক বিকাশের উদ্দেশ্য 

  vi. শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য।

ক) তুমি সারা বছরে কোনদিন, কখন, কত সময় এবং কী ধরনের শারীরশিক্ষাসূচিতে অংশগ্রহণের সুযােগ পেয়েছ এবং তােমার কী লাভ হয়েছে এবিষয়ে একটি প্রতিবেদন তৈরি করাে।

উ:  

বাৎসরিক শারীর শিক্ষার সুচি

স্থান- গৃহপ্রাঙ্গণ ও নিকটবর্তী মাঠ

জুলাই ২০২০

  করােণা মহামারীর কারণে আমরা, ছাত্র-ছাত্রীরা গৃহবন্দী। বাড়িতে একা একা থাকার কারণে আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি। ঠিক সেই সময়ে আমাদের শারীর শিক্ষার শিক্ষক জানালেন যে এই করােণা মহামারীতে শরীর সুস্থ রাখতে ও করােনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে নিয়ম করে কিছু শারীরিক ক্রিয়াকলাপ বাড়িতে বসে করা ভীষন জরুরী।প্রতিদিন ১ঘন্টা প্রাণায়াম, যােগাসন ব্যাম করে এইভাবে নীরােগ ভাবে আমরা বাড়িতে কিভাবে এক বছর কাটিয়ে দিলাম আনন্দের সঙ্গে বুঝতেই পারলাম না

If the answer is correct pls mark me as brainliest and follow me for more answers Thank you so much

Similar questions