স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পাথক্য লেখ ?
Answers
Answer:
স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য
Explanation:
স্কেলার রাশির মান আছে শুধুমাত্র কিন্তু ভেক্টর রাশির মান অভিমুখ দুটোই আছে
পার্থক্য-১:
স্কেলার রাশির শুধু মন আছে দিক নেই।অপরদিকে ভেক্টর রাশির মান ও দিক উভয় আছে।
পার্থক্য-২:
স্কেলার রাশির সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায়।ভেক্টর রাশির সাধারণ গাণিতিক নিয়মে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যায় না।
পার্থক্য-৩:
স্কেলার রাশি শুধু মানের পরিবর্তনে পরিবর্তন হয়।
ভেক্টর রাশির শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তন হয়।
পার্থক্য-৪:
দুটি স্কেলার রাশির যেকোনো একটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হয় না।দুইটি ভেক্টর রাশির কোন একটির মান শূন্য না হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে।
পার্থক্য-৫:
দুইটি স্কেলার রাশির গুণ করলে সর্বদা স্কেলার রাশি পাওয়া যায়।দুইটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি অথবা একটি স্কেলার রাশি হতে পারে।