স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পাথক্য লেখ ?
Answers
Answered by
1
Answer:
স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্যঃ
১। স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক নেই। অপরদিকে, ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে।
২। দিক পরিবর্তন হলেও স্কেলার রাশির মানের কোনো পরিবর্তন হয় না। অপরদিকে দিক পরিবর্তনের সাথে সাথে ভেক্টর রাশির মানেরও পরিবর্তন হয়।
৩। স্কেলার রাশি প্রকাশে শুধু মান ও এককের প্রয়োজন হয়। অপরদিকে ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও এককের সাথে দিকেরও প্রয়োজন হয়।
৪। স্কেলার রাশি একমাত্রিক প্যারামিটার। অপরদিকে, ভেক্টর রাশি একমাত্রিক, দ্বিমাত্রিক এমন কি ত্রিমাত্রিক প্যারামিটারও হতে পারে।
5। স্কেলার রাশির উদাহরণ হলো দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, ভর, সময়, তাপমাত্রা, কার্য, দ্রুতি ইত্যাদি। অপরদিকে ভেক্টর রাশির উদাহরণ হলো বল, ওজন, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি।
Similar questions