World Languages, asked by hazarikajusna08, 1 month ago

ভাপভিত্তিক শক্তি প্রকল্প কি ?​

Answers

Answered by abhisheksinghald9920
1

Answer:

উদ্দেশ্য ও সুযোগ

উদ্দেশ্য‌

প্রকল্পের সুযোগ

উদ্দেশ্য‌

সোলার ফোটোভোলটাইক পদ্ধতির গ্রিড-বিচ্ছিন্ন ব্য‌বস্থাকে তুলে ধরা যাতে এর সাহায্য‌ে ব্য‌ক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী, বাণিজ্য‌িক ও শিল্প সংস্থার জন্য‌ আলো ও বিদ্য‌ুতের চাহিদা মেটানো যায়।

ব্য‌ক্তিগত/গোষ্ঠীগত/সংস্থাগত/শিল্পগত ক্ষেত্রে সৌর ব্যবস্থার কার্যকর ও উদ্ভাবনী প্রয়োগের বিষয়টি তুলে ধরে সচেতনতা তৈরি করা ও প্রদর্শনের ব্য‌বস্থা করা।

বাজারের চাহিদার দিকে লক্ষ্য‌ রেখে নতুন পদ্ধতি উদ্ভাবনে এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মডেল তৈরির জন্য উৎসাহ দেওয়া।

সীমাবদ্ধ শর্তের মধ্য‌ে চাহিদাচালিত নমনীয় অবস্থার কথা মাথায় রেখে চ্য‌ানেল পার্টনার ও সম্ভাব্য‌ সুবিধাভোগীকে সাহায্য‌ করা।

গ্রিড-বিচ্ছিন্ন বিকেন্দ্রীকৃত সৌর ব্যবস্থার প্রয়োগকে -পণ্যের পর্যায়ে নিয়ে যেতে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন সাধন।

কনসালটেন্সি সার্ভিস, সেমিনার, সিম্পোসিয়া, দক্ষতা -বৃদ্ধি, সচেতনতার প্রচার, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে নজর দেওয়া।

-কেরোসিন, ডিজেল এবং যেখানে সম্ভব সেখানে কাঠের ব্য‌বহারের বিকল্প ব্য‌বস্থা করা।

Similar questions