‘সেই তো আমার পরম পুলক ‘আঁকা, লেখা’কবিতায় কবি কখন পুলকিত হন?
Answers
Answered by
0
প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ
- উদ্ধৃত কাব্যাংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত কবি মৃদুল দাশগুপ্ত মহাশয়ের রচিত আঁকা লেখা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
- এই কবিতায় কবি তুলির টান দিয়ে ছবি আঁকার সময়কার নিজস্ব অভিব্যক্তি জাহির করে বলেছেন যে, তাঁর ছবি আঁকার সময়ে তাঁর দৃষ্টিতে ধরা দেওয়া প্রকৃতির বিভিন্ন মনোরম উপাদানের কথা, যেমন -চড়ুই, আকাশের তারা,জোনাকি শালিক,মাছরাঙা, এবং আরও অন্যান্য। এই সমস্ত প্রাকৃতিক উপাদান নিরীক্ষণ করে কবি নিজের চিত্রপটে এঁকেছেন নৈসর্গিক চিত্র।
- এখন সবশেষে কবির পুলকের কারণ হল, তার এই সমস্ত ভাবনা এবং অভিব্যক্তি এই ছবি তথা এই লিখিত কবিতার মাধ্যমে তাঁর প্রিয় পাঠকের কাছে তুলে ধরে নিজস্ব উপলব্ধি বিতরণ করতে সক্ষম হয়েছেন।
Similar questions
Math,
15 days ago
Social Sciences,
15 days ago
Biology,
1 month ago
Hindi,
9 months ago
Biology,
9 months ago