Physics, asked by kayalavijit823, 1 month ago

বস্তুর ভাসন ও নিমজ্জনের শত গুলি লেখ

Answers

Answered by SaurabhJacob
6

স্থির তরলের ভিতর কোনো কঠিন বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির উপর ক্রিয়া করে দুটি বল। একটি বস্তুটির ওজন W অপরটি প্লবতা W2।

কোনো বস্তুর ভাসমান এবং নিমজ্জনের শর্তগুলো হলো যথাক্রমে —

  • ধরুন যদি W1 > W2 হয়, অর্থাৎ তাহলে বস্তুর ওজন (W1) যদি বস্তুর দ্বারা অপসারিত হওয়া তরলের ওজন (W2) অপেক্ষাকৃত বেশি হয় তাবে বস্তুুটি তরলে ডুবে যাবে।

  • ধরুন যদি W1 = W2 হয়, অর্থাৎ বস্তুটির ওজন যদি বস্তুর দ্বারা  অপসারিত তরলের ওজনের সমান সমান হয়। তখন বস্তুটি তরলে ভিতর সম্পূর্ণরুপে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে।

  • ধরুন যদি W1 < W2 হয়, অর্থাৎ তাহলে বস্তুটির ওজন যদি কোনো  বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের তুলনায় কম হয়। তবে বস্তুটি তরলের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে।

#SPJ1

Similar questions