২.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখাে যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত।
Answers
Answered by
2
লিথিয়াম হাইড্রাইড (LiH) হল এমন একটি আয়নীয় যৌগ যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মত।
- লিথিয়াম হাইড্রাইড নামক আয়নীয় যৌগটি একটি লিথিয়াম পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে ঘটিত হয়।
- এখন সাধারণ অবস্থার রাসায়নিক মৌল হিসেবে হাইড্রোজেনের থাকে একটি ইলেকট্রন, হিলিয়ামের থাকে দুইটি ইলেকট্রন এবং লিথিয়ামের থাকে তিনটি ইলেকট্রন।
- এখন লিথিয়াম হাইড্রাইড নামক আয়নীয় যৌগটি আয়নে বিয়োজিত হওয়ার সময়ে, লিথিয়াম একটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে এবং হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অ্যানায়নে পরিণত হয়।
- এমনাবস্থায়,
লিথিয়ামের ক্যাটায়নে ইলেকট্রন সংখ্যা = 3-1 = 2
হাইড্রোজেনের অ্যানায়নে ইলেকট্রন সংখ্যা = 1+1 = 2
হিলিয়াম মৌলের ইলেকট্রন সংখ্যা = 2
- অতএব, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হবে হিলিয়াম পরমাণুর মত।
Similar questions