১/ কোনটি সাধিত শব্দ ?
(ক) গাছ (খ) পরিচালক (গ) মাছ (ঘ) চাঁদ
২/ নিপাতনে সিদ্ধ ব্যন্জনসন্ধি কোনটি ?
(ক) নায়ক (খ) পিত্রালয় (গ) শুভেচ্ছা (ঘ)
একাদশ
৩/ পার্শ্বিক ব্যণ্জনধ্বনির উদাহরণ কোনটি ?
(ক) ল (খ) ম (গ) ন (ঘ) থ
Answers
Answered by
2
- পরিচালক হোলো সাধিত শব্দ ।
যেসব শব্দকে দুভাগে ভাগ করা যায় তাদের সাধিত শব্দ বলে।
যেমন পরিচালক দুটি শব্দ পরি + চালক দ্বারা তৈরি ।
সঠিক উত্তর হলো খ।
- নিপাতনে সিদ্ধ ব্যন্জনসন্ধি হলো একাদশ।
সঠিক উত্তর হলো ঘ।
- পার্শ্বিক ব্যণ্জনধ্বনির উদাহরণ হলো ল।
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুসের চাপের কারণে বহির্গামী বায়ুপ্রবাহ ফুসফুসের পার্শ্বিক পথে নির্গত হয় তাকে পার্শ্বিক ব্যণ্জনধ্বনি বলে।
সঠিক উত্তর হলো ক।
Answered by
0
Answer: পরিচালক
Step-by-step explanation:
Similar questions