ক্যাথোড রশ্মি কী দিয়ে তৈরি
Answers
Answered by
1
একটি তড়িৎ মোক্ষন নলের মধ্যে গ্যাসের চাপ 0.01 mm পারদস্তম্ভের সমান করা হয়। এবার ক্যাথোড ও অ্যানোডের মধ্যে আবেশ কুন্ডলীর সাহায্যে উচ্চ বিভব প্রভেদ (10,000 volt) প্রয়োগ করা হয়। সে সময়ে ক্যাথোড থেকে যে কণিকা স্রোত নির্গত হয় তাই হল ক্যাথোড রশ্মি। এভাবেই ক্যাথোড রশ্মি উৎপন্ন হয়।
Similar questions