শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো ?
Answers
Answered by
33
Answer:
১৮০০ খ্রিস্টাব্দে ১০ জানুয়ারি রামপুর ত্রয়ী নামে পরিচিত মার্শম্যান ওয়ার্ড ও উইলিয়াম কেরি রামপুর ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এখানে তারা প্রথম কাঠের তৈরি মুদ্রণ যন্ত্র স্থাপন করেন। এর ফলে বাংলায় ছাপাখানার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ওয়ার্ল্ড ছিলেন ছাপাখানার কাজে বেশ দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। কেরির পরিচালনায় শ্রীরামপুর মিশন প্রেস হয়ে উঠেছিল এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানা। মিশনারীদের উদ্যোগ এই বাংলায় প্রথম সাময়িক পত্র " দিকদর্শন" এবং একটি সাপ্তাহিক সংবাদপত্র " সমাচার দর্পণ" প্রকাশিত হয়।
Answered by
8
Answer:
thank you so much I have found my correct answer
Similar questions