English, asked by Anonymous, 7 hours ago

কিছুদিন আগে বিদ্যালয় থেকে একটি শিক্ষা সফরে গিয়েছিলে,এই ব্যাপারে প্রবাসী বন্ধুর কাছে একটি চিঠি লেখ।
#কবে কোথায় কীভাবে গিয়েছ
#সেখানে কী কী দেখার মত ছিল
#তুমি কী শিক্ষা অরজন করলে
#মনে রাখার মত ক্নোনো ঘটনা

Answers

Answered by Prettyboy1231
10

Answer:

স্কুল জীবন আমাদের জীবনের এক বিশেষ স্মরনীয় অধ্যায়। বিদ্যালয়ে কাটানো প্রতিটি দিনই আমাদের কাছে স্মরণীয় কিন্তু স্কুলজীবনে কাটানো এমন কিছু কিছু দিন থাকে যা কখনো ভোলার নয়। তেমনই একটি দিনের স্মৃতি নিয়ে আমাদের আজকের উপস্থাপন স্কুল জীবনের একটি স্মরণীয় ঘটনা রচনা।

স্কুল জীবনের একটি স্মরণীয় ঘটনা রচনা

সূচি তালিকা

ভূমিকা:

আমার বিদ্যালয়:

বিদ্যালয়ের রোজনামচা:

একটি স্মরণীয় শিক্ষা সফরের পরিকল্পনা:

সফরের প্রস্তুতি:

দলবেঁধে ঘুরতে যাওয়া:

বন্ধু শিক্ষকদের সাথে কাটানো সময়:

ফেরার পথে বিপত্তি:

উপসংহার:

ভূমিকা:

বিদ্যালয় হল আমাদের ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। জীবনের এই মানমন্দিরে আমরা বড় হয়ে উঠতে শিখি, পড়াশোনা শিখি, জীবনে লব্ধ অভিজ্ঞতাকে জীবনচর্যায় কেমন করে কাজে লাগাতে হয়, শিখি সেটাও। বিদ্যালয়ে সারা জীবনের মতন বিভিন্ন বন্ধুদের সঙ্গে আমাদের পরম সখ্যতা গড়ে ওঠে, শিক্ষকদের সঙ্গে গড়ে ওঠে শাসন ও স্নেহের বন্ধন।

আর এই বিদ্যালয়েই তৈরি হয় জীবনের সবচেয়ে মূল্যবান নানা স্মৃতি। বিদ্যালয় জীবনে হয়তো এই সব স্মৃতির মাহাত্ম্য সম্পূর্ণরূপে অনুধাবন করা যায় না; কিন্তু জীবনের মধ্যগগনে দাঁড়িয়ে যখন এই দিনগুলির দিকে মানুষ পিছন ফিরে তাকায় তখন সেই সব স্মৃতির কথা মনকে দোলা দিয়ে যায়।

সাধারণভাবে আমাদের সমগ্র বিদ্যালয় জীবন প্রায় ১২ বৎসরের। এই দীর্ঘ সময় জুড়ে আমরা অসংখ্য ছোট-বড় অভিজ্ঞতার সাক্ষী হই। আমার বিদ্যালয় জীবনের তেমনই একটি স্মরণীয় ঘটনার কথা বলার উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনের উপস্থাপনা।

Similar questions