Geography, asked by SkRutbaAhmed, 1 month ago

ব-দ্বীপ কি উদাহরণ দাও​

Answers

Answered by majumdarkiran015
0

Answer:

Example is Andaman Nicobar

Answered by DEBOBROTABHATTACHARY
1

মোহনায় এসে নদীগর্ভে বালি, পলি, কর্দম প্রভৃতি সঞ্চিত হয়ে নদীবক্ষে প্রায় ত্রিকোণাকার ভূমিভাগ গড়ে উঠলে তাকে ব-দ্বীপ (Delta) বলে ।

উদাঃ গঙ্গা নদী ও ব্রক্ষ্মপুত্র নদের মোহনায় গঠিত মিলিত ব-দ্বীপ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ । পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বেশীরভাগ অঞ্চল নিয়ে গড়ে ওঠা সুবিশাল এই ব-দ্বীপের আয়তন প্রায় ৭৭,০০০ বর্গ কিলোমিটার ।

উৎপত্তিঃ নদীর মোহনায় সুক্ষ্ম পলির সঞ্চয় বৃদ্ধি পাওয়ার ফলে নদীগর্ভ অধিক পলি সঞ্চয় দ্বারা ভরাট হয়ে উঁচু হয়ে ওঠে । ফলে নদীর গভীরতা কমে যায় । এদিকে ভূমিঢালও একেবারে কমে যাওয়ার ফলে নদীতে স্রোত বিশেষ থাকে না বললেই চলে । এমতাবস্থায় নদীপ্রবাহে সামান্য বাঁধা পেলেই নদী বহু শাখা-প্রশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয় । নদীর দুই শাখার মধ্যবর্তী অংশে বালি, পলি, কর্দম প্রভৃতির সঞ্চয় ঘটে । সময়ের সাথে সাথে এই সঞ্চয় ক্রমশ বৃদ্ধি পেয়ে প্রায় ত্রিকোণাকৃতি ব-দ্বীপ গড়ে ওঠে ।

নামকরণঃ গ্রীক অক্ষর ‘Δ’ (Delta) বা বাংলা অক্ষর মাত্রাহীন ‘ব’ এর থেকে ব-দ্বীপ বা Delta শব্দটি এসেছে ।

Attachments:
Similar questions