English, asked by henakausar459, 1 month ago

৩.৩ ‘তা এটা কী মানুষের আঁকা?’ – বাঘ এমন প্রশ্ন করেছিল কেন?​

Answers

Answered by fayzaafrinusha
2

Explanation:

দেওয়ালের ছবি গল্পে বাঘ একদিন শিকারির বাড়ি গিয়ে দেওয়ালে একটি হাতে আঁকা ছবি দেখতে পেল। ছবিতে একজন শিকারি হাতে তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি বাঘ তার পায়ের নীচে শুয়ে আছে। শিকারি এমন ভাব দেখাচ্ছে যেন সে বিরাট কোনো কাজ করেছে। এই দেখে বাঘ এমন প্রশ্ন করেছিল। কারণ ছবিটি যদি মানুষ না একে কোন বাঘ আঁকত তাহলে সেটি অন্য রকম হত। তাছাড়া একটা প্রাণীকে মেরে মজা করার মতো জঘন্য কাজ শুধুমাত্র মানুষই করতে পারে।

Similar questions