World Languages, asked by koustavnandi123, 1 month ago

১৪.৩ কমবেশি ১৫০ শব্দে নীচের সংকেত-সূত্রে অবলম্বন করে একটি গল্প রচনা করাে : কোনাে একজন শ্রমবিমুখ যুবক – অপরিচিত বিদ্যাসাগরকে কুলি মনে করেন তাকে দিয়ে মােট বহন করান - প্রকৃত পরিচয় জেনে লজ্জা, অনুশােচনা শেষে শিক্ষা লাভ।?

Answers

Answered by adrijamandalsuri
0

Answer:

গোটা রাজ্য জুড়ে হইচই, উন্মাদনা। উপলক্ষ এ বছর ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শতবার্ষিকী উদ্‌যাপন। এই অবসরে একটু ফিরে তাকাই কেমন কেটেছিল মনীষীর জীবনের শেষ কয়েকটি বছর।

তাঁর শেষ জীবন মোটেই সুখে কাটেনি। জ্যেষ্ঠ সন্তান, একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর ১৮৭২ সালে তাঁকে ত্যাজ্য ঘোষণা করেন। কিছু দিন পরেই মারা যান স্ত্রী দীনময়ী দেবী। নিঃসঙ্গ বিদ্যাসাগর একটু নির্জনতার সান্নিধ্যের জন্য বড়ই আকুল হয়ে উঠেছিলেন। নানা বিরূপ অভিজ্ঞতার ঘাত-প্রতিঘাতে নাগরিক জীবনের পরিসরে বীতশ্রদ্ধ বিদ্যাসাগর গ্রামের গার্হস্থ্য দৈনন্দিনেও অনেক অশান্তিতে আহত হন।

Similar questions