History, asked by sarkarpurna617, 1 month ago

কাকে "মুক্তিদাতা জার" বলা হয় এবং কেন​

Answers

Answered by Shreyas235674
3

Answer:

অ্যারিস্টটলকে বলা হয়

Explanation:

Answered by nirajitabiswas
2

Answer:

উ: দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। জার দ্বিতীয় আলেকজাণ্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেবার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত।

Explanation:

জার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে, রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যাক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট্র তাদের বাধা দিত। ভুমিদাসরা বংশানুক্রমে ভূমিদাসের কাজ করত।

আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র : ১৮৭১ সালের ১৯ February মুক্তির ঘোষণা দ্বারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন। এ ঘোষণা অনুযায়ী ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায় ও নাগরিক অধিকার লাভ করে।

 জমিদারদের ভূমির একাংশ ভূমিদাসরা পায় ও কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পায় জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পায়। কৃষকেরা ৪র্থ বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশোধ করবে।

Similar questions