সাদা পদ্ম কে কি বলে? যেমন লাল পদ্ম কে কোকনদ বলে।
Answers
Answered by
2
সাদা পদ্মকে পুণ্ডরীক বলে।
আরও জানার বিষয় :
- লাল পদ্মকে কোকনদ বলে। অপরদিকে সাদা পদ্ম বা শ্বেতপদ্মকে পুণ্ডরীক বলে।
- আবার অগ্নিকোণের হাতিকেও পুণ্ডরীক বলে।
- বহুকাল আগে কুরেক্ষেত্রে পুণ্ডরীক নামের এক ব্রাহ্মণ বাস করতেন। তবে ছিলেন বিষ্ণুভক্ত। প্রথম জীবনে ছিলেন যথেচ্ছাচার ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। পরবর্তীকালে ধর্মমার্গে বা ধর্মের পথে চলতে শুরু করেন।
- অতিরিক্ত : পুণ্ডরীকাক্ষ বলতে বিষ্ণু বা হরিকেও বোঝায়। পুণ্ডরীকাক্ষ = পুণ্ডরীকের ন্যায় লোচন অক্ষি যাহার।
Similar questions