Hindi, asked by pd6960559, 1 month ago

পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভবিষ্যত সম্ভবনা সম্পর্কে তোমার মতামত লেখ​

Answers

Answered by xXMsSuchana05Xx
1

Answer:

বীরভূমে ক্ষুদ্র ও কুটির শিল্পের একটি উৎপাদন ও বিপণন কেন্দ্র তৈরী করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নাম দেওয়া হয়েছে বিশ্ব ক্ষুদ্র বাজার।

এখানে তিনটি আলাদা ইউনিট থাকবে। প্রথম ইউনিটটিতে তৈরী হবে নানা হস্তশিল্প। এর আয়তন হবে ৫ একর। দ্বিতীয় ইউনিটে হবে বিপণন; আয়তন হবে ২৫ একর। ২০ একর জমি জুড়ে তৈরী হবে তৃতীয় ইউনিট যেখানে গড়ে উঠবে একটি ইন্টিগ্রেটেড ইউনিট। এখানে যেমন একদিকে গ্রাহকরা সরাসরি শিল্পীদের থেকে নানা দ্রব্য কিনতে পারবেন, একই সাথে তারা হস্তশিল্পীদের থেকে বিভিন্ন দ্রব্য বানানোর প্রশিক্ষণও নিতে পারবেন।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম। শান্তিনিকেতনের কাছে এই যে বাজার তৈরী হবে, এটি এ’রাজ্যে এই প্রথম।

এই বাজার তৈরী হওয়ার ফলে শিল্পীদের অনেকটাই সুবিধে হবে। পরিবহণের খরচ কমবে। ফলে কম দামে গ্রাহকরা এই সব হস্তশিল্পজাত দ্রব্য কিনতে পারবেন। শিল্পীদের লাভের পরিমাণও বাড়বে।

শান্তিনিকেতনে সারা বছর বহু পর্যটক আসেন। বিক্রি হয় নানা স্যুভেনির। এই বাজারটি তৈরী হলে স্থানীয় হস্তশিল্পীরা উপকৃত হবেন।

Answered by rabia2005
2

❥❥\large\underline\color{orange}{Answer:}❥❥

উপরের ছবিতে দেখে নাও

Attachments:
Similar questions