কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।
Answers
Answer:
Explanation:
কুসংস্কার প্রতিরোধে বিঙ্গানের ভূমিকা সংলাপ
কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হল নিম্নরুপ -
রাম : কেমন আছো বন্ধু?
শ্যাম : ভালো না, খুব চিন্তায় আছি।
রাম : কেন বন্ধু? হলো কি?
শ্যাম : আমাদের এলাকায় মানুষদের মধ্যে কুসংস্কার উত্তরোত্তর বেড়েই চলেছে। বিড়াল রাস্তা কাটলে অশুভ, হাঁচি পড়লে অশুভ, বসন্তরোগের সঠিক চিকিৎসা না করিয়ে পুজোআচ্চার উপর নির্ভর করা ইত্যাদি জিনিসে মানুষজনের মন ক্রমশই বিষিয়ে চলেছে।
রাম : সত্যিই এই কুসংস্কার আমাদের সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আর ছাত্র হিসাবে এই সকল জিনিস মেনে নেওয়া আমাদের পক্ষে সত্যিই দুষ্কর।
শ্যাম : এর কি কোন প্রতিকার নেই বন্ধু? কিছুভাবেই কি এই কুসংস্কারকে সমাজ থেকে তাড়ানো যায় না?
রাম : এর একমাত্র প্রতিকার হলো বিজ্ঞানচিন্তার প্রসার এবং মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতার তৈরি করা। এর জন্য আমাদের বিভিন্ন প্রচারমূলক অভিযান চালাতে হবে। সবাইকে বিজ্ঞানের সাহায্যে বোঝাতে হবে যে কুসংস্কারের কোন বাস্তবিক ভিত্তি নেই। এই কাজ একদিনের নয়, তবে চেষ্টা চালিয়ে গেলে একদিন ঠিক আমরা লক্ষ্যে পৌঁছবো।
শ্যাম : তুমি যথার্থই বলেছো বন্ধু।
রাম : তবে আসো আজ আমরা শপথ করি এই যে যতদিন না আমাদের সমাজ থেকে কুসংস্কারকে এতদিন আমরা বিজ্ঞানমনস্কতার প্রচার ও প্রসারের জন্য নিজেদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করব।
শ্যাম : অবশ্যই বন্ধু।
রাম : চলো তবে, আমাদের বাকি বন্ধুদেরও এই মহৎ কাজে সামিল করা যাক। একতাই বল!
শ্যাম : নিশ্চয়ই!