Geography, asked by heron5840, 1 month ago

৪. চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গােলীয় আকৃতির প্রমাণ দাও— (ক) দিগন্তরেখা (খ) ধ্রুবতারা ​

Answers

Answered by chayanbag0gmailcom
1

Answer:

. দিগন্ত রেখা - ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় দিগন্তরেখার পরিধি তত বেড়ে যায় । ছবিতে ক স্তম্ভটির অবস্থান থেকে খ অবস্থান গেলে দিগন্তরেখা পরিধি বৃদ্ধি পায় আবার বিমান থেকে দেখলে তা আরো অনেক বেড়ে যাবে পৃথিবীর গোলাকৃতি জন্যই এমনটা হয় এবং এর দ্বারাই প্রমাণিত হয় যে পৃথিবী গোলাকার।

চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলি এর ভিত্তিতে পৃথিবীর গোলক আকৃতির প্রমাণ দাও

খ. ধ্রুবতারা - পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত । পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছরই ধ্রুবতারাকে আকাশের উত্তরে নির্দিষ্ট স্থানে দেখা যায়। যখন ম্যাপ কম্পাস কিছুই ছিলনা তখন ধ্রুবতারা কে দেখে মানুষ দিক নির্ণয় করতো তবে মজার ব্যাপার নিরক্ষরেখা থেকে যত উপরে যাওয়া যায় তারা টিকে প্রতিরাতে উপরের দিকে উঠতে দেখা যাবে এবং উত্তর মেরুতে এর উন্নতি কোণ থাকে 90° । পৃথিবী গোল বলেই এমনটা হয় যদি সমতল হতো তাহলে তারাটিকে সব জায়গায় থেকে একই স্থানে দেখা যেত ।

Similar questions