History, asked by dassujitkumar627, 3 months ago

নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি কোৎকার রাজা ছিলেন এবং তাঁর সাম্রাজ্যের নাম কী? শুরন রাজ্য বলতে কী বোঝাে?​

Answers

Answered by narasimhulut854
0

Answer:

নন্দ সাম্রাজ্য চারশত খ্রিস্টপূর্বে প্রাচীন ভারতের মগধ রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ৩৪৫ খ্রিস্টপূর্ব থেকে ৩২১ খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকে ছিল। বড় ব্যাপার হল, এই সাম্রাজ্য পূর্বে বাংলা, পশ্চিমে পাঞ্জাব এবং দক্ষিণে বিন্ধ্যা পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল।[২] এই সাম্রাজ্যের শাসকরা তাদের ধনসম্পদ অর্জনের জন্য বিখ্যাত। পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য্য এই সাম্রাজ্যকে পরাজিত করে মৌর্য্য সাম্রাজ্য স্থাপন করে।

Explanation:

Hope this answer❀(*´▽`*)❀

Similar questions