সাপ কীভাবে ‘জেকবসনস অগ্যান’– এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে?
Answers
Answered by
3
সাপের মুখের ভিতর ওপরের তালুতেঅগ্রভাগে “জেকবসন অর্গান” নামে একধরনের গ্রন্থি আছে যা দ্বারা সাপ বায়ুস্থ বিভিন্ন পদার্থের অস্তিত্ব অনুভব করে। এটিকে ঘ্রাণ নেয়াও বলা যেতে পারে। সাপ যখন জিভটা বাইরে বার করে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে যায়। ... ফলে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে
Answered by
0
Answer:
সাপের মুখের মধ্যে ওপরের তালুতে জেকসন অরগ্যান organ of jacobson ) থাকে । সাপ মুখের বাইরে জিভ বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যৌগের অণুগুলি আটকে সাপ জিভটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং এই ঘ্রাণগ্রাহক জেকসন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় ও উদ্দীপনার সৃষ্টি করে । ফলে সাপ তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে । পরিবেশ সম্পর্কে অবহিত হওয়ার জন্যই সাপ প্রায়ই জিভ বের করে ।
Similar questions