Biology, asked by pradipdhibar711, 9 hours ago

‘মাঠ মানে ছুট’ কবিতায় কবির কাছে মাঠ
কীভাবে নানান অর্থে প্রতিভাসিত হয়েছে আলােচনা করাে।​

Answers

Answered by aritramukherjee71
35

Answer:

Mark Me As Brainlist

Explanation:

উত্তর-কবির কাছে, মাঠ মানে ছুটি পাওয়ার মজা। কবির কাছে, মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দীপ, যা কখনােই নিভে যায় না।কবির কাছে, মাঠ মানে এগিয়ে যাওয়ার ছুট মাঠের এইসব অর্থই "মাঠ মানে ছুট" কবিতায় কবির কাছে প্রতিভাসিত হয়েছে।

Answered by Anonymous
1

প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -

  • উদ্ধৃত প্রশ্নটি কবি কার্তিক ঘোষ রচিত মাঠ মানে ছু নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • এই কবিতাটির প্রায় অর্ধেক অংশ জুড়েই কবি বর্ণনা করেছেন যে মাঠ তার কাছে কি কি হতে পারে।
  • কবি বলেছেন, মাঠ মানে তার কাছে ছুটির আনন্দ, হাসিখুশি মেজাজ, ঘুম ছুটিয়ে দেওয়ার মতোন এক অদম্য উৎসাহ স্রোত, সবুজ একটি সতেজ প্রাণের প্রজ্বলিত এক শাশ্বত দীপ।
  • এত কিছু বর্ণনা করার পর সর্বশেষে কবি বলেছেন যে মাঠ মানে কবির কাছে জীবনের পথে আগে এগিয়ে চলার এক গভীর অনুপ্রেরণা।
Similar questions