‘অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল। তারপর কী ঘটল, তা ‘পাহাড়িয়া বর্ষার সুরে
রচনা অনুসরণে লেখাে।
Answers
Answered by
0
তারপর যে ঘটনা ঘটল, তার বিবরণ হল নিম্নরুপ -
প্রশ্নের উদ্ধৃতি :
- উক্ত প্রশ্নটি এবং উক্ত উদ্ধৃতিটি, পাহাড়িয়া বর্ষার সুরে নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ :
- জলের অভাবের অভিযোগ নিয়ে যখন ব্যাঙ,মৌমাছি ও অন্যান্য জলকষ্টের নিপীড়িত প্রাণীরা ভগবানের প্রাসাদে গিয়ে পৌঁছেছিল, তখন তারা দেখতে পেল যে সেখানে সবাই আমোদ আহ্লাদে ব্যস্ত। মন্ত্রীদের এই আমোদ আহ্লাদের চোটেই যে অমনোযোগী ভাব সৃষ্টি হয়েছিল ভগবানের প্রাসাদে তার জন্যই পৃথিবীতে বৃষ্টির অভাব এবং খরার উৎপত্তি।
- এরপরে ব্যাঙেরা রাগে উত্তেজিত হয়ে ভগবানের কাছে গেছিল এবং ভগবান তার রক্ষীদের ডাকায়, টেংরা রক্ষীদের ওপর নিজেদের মতো করে ভয় দেখাতে থাকে। এরপর অবশ্য ভগবান মন্ত্রীদেরকে ডেকে তাদের করা ভুলের তিরস্কার করেন। এরপর থেকেই এমন ব্যবস্থা ভগবানের তরফ থেকে নেওয়া হয় যে ব্যাঙেরা ডাকলেই বৃষ্টি পড়বে, যাতে করে বৃষ্টির ব্যাপারে কোনো রকম গাফিলতি সুযোগ না থাকে।
অতএব, ভগবানের প্রাসাদে পৌঁছানোর পরের ঘটনা আমরা উপরোক্ত আলোচনার মাধ্যমে জানতে পারলাম।।
Similar questions