History, asked by duttaroyjayeta, 2 months ago

(ক) পাল-সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হত?​

Answers

Answered by bijaychoudhary302
13

Answer:

উত্তর: পাল-সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের এক-ষষ্ঠাংশ কৃষকদের কাছে কর নিতেন। তাঁরা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসার জন্য রাজাকে কর দিত। নিজেদের নিরাপত্তার জন্য সমগ্র গ্রামের উপরও কর দিতে হত গ্রামবাসীদের।

Similar questions