১. ঠিক উত্তর নির্বাচন করাে ।
১.১ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-
(ক) পরিবহণ ও পরিচলন পদ্ধতিতে
(খ) পরিবহণ ও বিকিরণ পদ্ধতিতে
(গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে
(ঘ) বিকিরণ পদ্ধতিতে।
Answers
Answered by
0
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। (বিকল্প ঘ)
- তাপ পরিবহনের বিভিন্নরকমের পদ্ধতি আছে, যেমন - পরিবহন পরিচলন এবং বিকিরণ।
- এর মধ্যে থেকে পৃথিবীর তাপের প্রধান উৎস, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতির মাধ্যমে।
- সূর্য পৃথিবীর মাঝখানে রয়েছে মহাশূন্য, অর্থাৎ এখানে মাধ্যম বলতে কোন কিছুর অস্তিত্ব সেইভাবে নেই। এমনাবস্থায় এমন কোন পদ্ধতিতে তাপ আসার প্রয়োজন যা কিনা মাধ্যমের ওপর নির্ভর করে না। এমন একটিমাত্রই পদ্ধতি আছে এবং সেটি হল বিকিরণ পদ্ধতি। তাই খুব স্বাভাবিকভাবেই বিকিরণ পদ্ধতির মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে।
Similar questions
Math,
16 days ago
Math,
16 days ago
Social Sciences,
16 days ago
CBSE BOARD X,
1 month ago
Math,
1 month ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
Social Sciences,
9 months ago