৬। সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করাে ? (ক) দোতলার জানালা হইতে মেয়েরা রুদ্ধ নিশ্বাসে এই ডাকাত ছেলেটির পানে চাহিয়া দুর্গানাম জপ করিতে লাগিল। (শরৎচন্দ্র) (খ) সমুদ্রে পতিত হইয়াও বারিবৃন্দগণের বিশ্রাম নাই। সূর্যের তেজে উত্তপ্ত হইয়া ইহারা উর্ধ্বে উড্ডীন হইতেছে। (জগদীশচন্দ্র বসু)
Answers
Answered by
0
give me in English UFO go-go crisp grotto hello dingo
Answered by
0
প্রদত্ত বাক্যগুলিকে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করে পাই -
- দোতলার জানলা থেকে মেয়েরা রুদ্ধশ্বাসে এই ডাকাত ছেলেটির দিকে চেয়ে দুর্গানাম জপ করতে লাগল।
- এখানে জানালা হল একটি সাধুভাষা যা চলিতভাষায় 'জানলা'-তে রূপান্তরিত হয়। একইভাবে হইতে,নিঃশ্বাসে,পানে,চাহিয়া,করিতে,লাগিল ইত্যাদি শব্দ পরিণত হয়েছে যথাক্রমে - থেকে,শ্বাসে,দিকে,চেয়ে,করতে,লাগল প্রভৃতি শব্দে।
- সমুদ্রের মধ্যে পড়েও জলেদের বিশ্রাম নেই। সূর্যের তাপে উত্তপ্ত হয়ে এরা উপরে উড়ে চলেছে।
- এখানে 'সমুদ্রে পতিত হইয়াও' পরিণত হয়েছে - 'সমুদ্রের মধ্যে পড়েও', 'বারি' পরিণত হয়েছে 'জল'-এ, 'বৃন্দগণ' পরিণত হয়েছে 'দের'-এ, 'নাই' পরিণত হয়েছে 'নেই'-তে। অন্যদিকে, তেজে,হইয়া,ইহারা,ঊর্ধ্বে,উড্ডীন,হইতেছে, ইত্যাদি শব্দ পরিণত হয়েছে তাপে,হয়ে,এরা,উপরে,উড়ে,চলেছে প্রভৃতি শব্দে।
Similar questions
Accountancy,
23 days ago
Math,
23 days ago
English,
1 month ago
English,
9 months ago
Math,
9 months ago