৩১ বিসর্জিমেন্টো কী ? ৩.২ ঘেটো কাকে বলা হত ? কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় এবং কেন?
Answers
এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ গাছপালা তাদের নিজস্ব খাবার তৈরি করে।
Answer:
৩.১ ঊনবিংশ শতাব্দীতে ইতালি দেশটি একটি নামমাত্র রাষ্ট্র ছিল। তখন ইটালি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বা প্রদেশে বিভক্ত ছিল। এবং ইতালি সেই সমস্ত ক্ষুদ্র রাষ্ট্র গুলি সবসময় নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকতো এবং সেই সুযোগে অস্ট্রিয়া, ফ্রান্সের রাষ্ট্রগুলি, ইতালির প্রদেশগুলির পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকার সুযোগ নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিজেদের দখলে করে নিয়েছিল।
নেপোলিয়ন যখন ইতালির সর্বত্র দখল করে নিয়ে একই ধরনের আইন এবং শাসন প্রবর্তন করেছিলেন,তখন ইতালিবাসীর মধ্যে ঐক্যবদ্ধ রাষ্ট্রগঠনের মানসিকতা তৈরি হয় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জেগে ওঠে। এবং সেই উদ্দেশ্যেই ইতালির জনগণ নিজেদের অতীত, ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল, তাকে রিসর্জিমেন্টো বলা হয়।
৩.২ঘেটো' শব্দটিকে সর্বপ্রথম ইতালির ভেনিস শহরের একটি নির্দিষ্ট অংশকে বোঝানো হত। যেখানে সাধারণত ইহুদী জাতির মানুষেরা বসবাস করত। পরবর্তীকালে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চল 'ঘেটো' নামে পরিচিত হয়।
জার দ্বিতীয় আলেকজান্ডার কে ' মুক্তিদাতা জার ' বা Czar Liberator বলা হয়। জার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্তি দেবার জন্য তিনি 'মুক্তিদাতা জার' নামে পরিচিত।