কিন্তু ইহা যে কতবড়ো ভ্রম ...কোন ভ্রম এর কথা বলা হয়েছে?
Answers
Answered by
5
প্রদত্ত প্রশ্নটির উত্তর হল নিম্নরূপ -
- উদ্ধৃত অংশটি প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
- এই গল্পে ভামো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের টিকিট কেটেছিল, ব্যাঘাতহীন ট্রেনযাত্রা সম্পন্ন করবার আশায়। তারপর ট্রেনযাত্রা চলাকালীন স্পর্শদোষহীন খাওয়া দাওয়ার পর যখন সে ঘুমাতে গেছিল তখন সে ভেবেছিল যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের টিকিটের দরুণ তার ট্রেনযাত্রার সময়কার নিদ্রার কোন ব্যাঘাত ঘটবে না। কিন্তু নিদ্রার ব্যাঘাত ঘটাতে সেই রাতেই তিনবার পুলিশের লোক তার ঘুম ভাঙিয়ে তার নামধাম ইত্যাদি পরিচয় জানতে চেয়েছিল।
- এখানে ফার্স্ট ক্লাস টিকিট হবার দরুণ নির্বিঘ্নে যাত্রা সম্পন্ন করা তথা ব্যাঘাতহীন ঘুমানোর যে ভ্রান্ত কল্পনা ভামো করেছিল, সেই ভ্রমের কথাই উদ্ধৃত অংশটিতে বলা হয়েছে।
Similar questions