মনিটর কাকে বলে? মনিটর কি ধরনের ডিভাইস?
Answers
Answer:
ask ur question in English it will have higher probability to get answered
Answer:
মনিটর কাকে বলে? মনিটর কি ধরনের ডিভাইস?
Explanation:
Monitor বা Display হল কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। একটি Monitor সাধারণত Display device, circuit, cover, এবং Power supply দিয়ে গঠিত। কম্পিউটারের প্রধান Output device হিসাবেই বেশি ব্যবহার করা হয়। সাধারণত Monitor বলতে বুঝি টেলিভিশনের মতো বড় আকৃতির যন্ত্রকে, কিন্তু প্রযুক্তিতে monitor এর ধারণা অ্যারও ব্যাপক অর্থে ব্যবহার হয়। Monitor হল সেই সরঞ্জাম যাতে সিস্টেমে চলমান প্রক্রিয়া সরাসরি দেখা যায়।
মনিটর সাধারণ দুই প্রকার
CRT / Cathode Ray Tube Monitor
Flat Panel Monitor (LCD, LED)
CRT / Cathode Ray Tube Monitor
CRT এর পূর্ণরূপ হলো Cathod ray tube. সি আর টি Monitor এ Vacuum tube ব্যবহার করা হয়। color monitor এর জন্য আরও তিনটি অতিরিক্ত tube লাগানো হয়।
Flat Panel Monitor (LCD, LED)
যে সকল মনিটরে কোন পিকচার টিউব থাকে না সেগুলো হলো Flat Panel Monitor। এর পর্দা সমতল। বর্তমানে এ ধরনের Monitor বেশি ব্যবহার করা হয়। এতে ব্যবহার হয় (Liquid crystal display) প্রযুক্তি।
Monitor এর দাম জানতে দেখতে পারেন
https://ponnobd.com/monitor-price-in-bd/