ট্রাফিক পুলিশের কি কাজ
Answers
Answered by
1
Answer:
বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করে৷ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজও৷
Answered by
5
ট্রাফিক পুলিশের কাজগুলি হল, যথাক্রমে -
- ট্রাফিক পুলিশের প্রধান কাজ হল রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যানবাহন চলার ক্ষেত্রে সহায়ক হওয়া, যাতে করে সার্বিকভাবে যানবাহন চলাচলে কোন অসুবিধা না হয়।
- এছাড়া বিভিন্নরকমের ট্রাফিক আইন পালন হচ্ছে কিনা সেই বিষয়ে নজরদারী রাখা, এবং সেইমতোন যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়াও, একজন ট্রাফিক পুলিশের অন্যতম প্রধান কর্তব্য।
- গাড়িচালক বা পথচারীর মধ্যে কেউ যদি ট্রাফিক ব্যাবস্থার আওতায় (গাড়ি চালাতে গিয়ে কিংবা রাস্তা পাড় করতে গিয়ে) কোন বিপদের সম্মুখীন হয় তাহলে তাদের সেই বিপদ থেকে বাঁচানোর নৈতিক দায়িত্বও একজন ট্রাফিক পুলিশের।
- বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন - কোন অ্যাম্বুলেন্সের তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর ক্ষেত্রে ট্রাফিক সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে অ্যাম্বুলেন্সটিকে দ্রুত এগোনোর ব্যবস্থা করে দেওয়া, ইত্যাদি কাজও ট্রাফিক পুলিশকে করে থাকতে হয়।
Similar questions
Math,
2 days ago
Math,
2 days ago
Accountancy,
4 days ago
Math,
4 days ago
English,
8 months ago
Computer Science,
8 months ago